মেয়েকে প্রকাশ্যে আনলেন রাজ-শুভশ্রী
টলিউডের তারকা দম্পত্তি শুভশ্রী গাঙ্গুলী ও রাজ চক্রবর্তী। এবার মেয়ে ইয়ালিনিকে প্রকাশ্যে আনলেন। তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একরত্তিকে নিয়ে চূড়ান্ত মাতামাতি। কী বলছেন অভিনেত্রী?
দুজনেই মেয়েকে আড়ালে রেখেছেন। ছেলেকে যেমন অপারেশন ফ্লোর থেকেই দেখিয়েছিলেন তাঁরা। মেয়ের ক্ষেত্রে একদম অন্যপন্থা বেছে নিয়েছিলেন এই দম্পত্তি। তাকে লাইমলাইট থেকে দূরেই রেখেছেন রাজ-শুভশ্রী। কিন্তু, এবার সেই ছোট্ট মেয়েকে দেখালেন তাঁরা।
আজ শুক্রবার (১৭ মে) ইন্সটাগ্রামে শুভশ্রী দুই সন্তানের ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘সকালের কথাবার্তা চলছে।’ ছবিতে খুদে ইয়ালিনির হেয়ার স্টাইল দেখার মত। এটুকু মাথায় এতগুলো ক্লিপ আর গার্ডার? ইউনিক স্টাইলে নজর কাড়ল রাজ কন্যা। আর এত সকালে উঠে সে কী কাণ্ড করে সেই দৃশ্যও চোখে পড়ল।
বাবার পাশাপাশি রয়েছে ভাই ইউভান। এখন তাঁর অনেক দায়িত্ব। বোনের খেয়াল রাখার পাশাপাশি তাঁর সঙ্গে সময়ও কাটাচ্ছে সে।
এদিকে, ইয়ালিনির ঝলক দেখে আপ্লুত সকলেই। কেউ বললেন, ‘ওমা! কি মিষ্টি’। আবার কেউ বললেন, ‘একবার ওকে দেখাও।’ আবার কেউ বললেন, ‘চুলের স্টাইলটা খুব ইউনিক তো…।’