‘হীরামন্ডি’র অভিনেত্রী শারমিনের স্বামী ৫৩,৮০০ কোটি টাকার মালিক!
‘হীরামন্ডি’ ওয়েব সিরিজে আলমজেব চরিত্রে অভিনয় করছেন শারমিন সেহগল। গত দু’বছর ধরে শুটিং চলেছিল ‘হীরামন্ডি’-র। সিরিজ মুক্তির আগেই বিয়ে করেছিলেন শারমিন। বড় পর্দার পরিচিত মুখ নন তিনি, তবে তাঁর পারিবারিক কৌলিন্য রীতিমতো সমীহ জাগানো।
অভিনেত্রী হিসেবে এখনও জনপ্রিয় না হয়ে ওঠা শারমিন শৈশব থেকেই বলিউডের সঙ্গে যুক্ত। মামা খোদ সঞ্জয় লীলা বানসালি। মা বেলা সেহগল হিন্দি চলচ্চিত্র জগতের সম্পাদক। ‘দেবদাস’, ‘ব্ল্যাক’, ‘খামোশি’ মতো সিনেমার সম্পাদনার দায়িত্ব সামলেছেন তিনি। তাঁর মেয়ের এবার বড় পর্দায় অভিষেক হল। কিন্তু সিরিজটি মুক্তির পর থেকেই ক্রমাগত সমালোচনার মুখে পড়তে হয়েছে শারমিনকে।
ভাগ্নিকে সিনেমাতে নেওয়ায় স্বজনপোষণের অপবাদ জুটেছে বানসালির কপালে। শারমিনকে ‘অভিব্যক্তিহীন’ এক শিল্পীর তকমা দিয়েছেন নেটিজেনরা।
গত বছর নভেম্বর মাসে শিল্পপতি অমন মেহতার সঙ্গে গাঁটছড়া বাঁধেন শারমিন। অমনের সম্পত্তির পরিমাণ শুনলে মাথা ঘুরে যায়!
প্রায় ৫৩,৮০০ কোটি টাকার সম্পত্তির অধিকারী অমন। ‘টোরেন্ট ফার্মাসিউটিকল’ হল অমন মেহতার পারিবারিক ব্যবসা। এ ছাড়াও এই কোম্পানিরই ছাতার তলায় রয়েছে-টোরেন্ট পাওয়ার, টোরেন্ট গ্যাস, টোরেন্ট কেবল-এর মতো ব্যবসা।
এই সংস্থার প্রতিষ্ঠাতা অমনের বাবা সুধীর মেহতা। যদিও এই মুহূর্তে ব্যবসার যাবতীয় দেখাশোনা করেন অমনই। অমন বস্টন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অর্থনীতিতে স্নাতক। তারপর ‘কলোম্বিয়া বিজনেস স্কুল’ থেকে এমবিএ করেছেন।