বিজেপি প্রার্থীকে হারিয়ে অভিনেত্রী সায়নীর জয়
ভারতের লোকসভার নির্বাচনে পশ্চিমবঙ্গের যাদবপুর কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ। এই জয়ের মাধ্যমে যাদবপুর নিজেদের দখলেই রাখল তৃণমূল কংগ্রেস। এই নিয়ে টানা চারবার যাদবপুরকে নিজেদের দখলে রাখল তৃণমূল। বিজেপির প্রার্থী শিক্ষাবিদ অনির্বাণ গাঙ্গুলিকে দুই লাখ ৫৮ হাজার ২০১ ভোটে হারিয়ে যাদবপুরে জিতলেন সায়নী ঘোষ।
মঙ্গলবার রাতে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন সায়নী। ছবিতে দেখা গেছে, প্রয়াত মায়ের ছবি হাতে রেখেছেন তিনি। অভিনেত্রীর বাবার হাতে ভোট জয়ের প্রশংসাপত্র। নির্বাচনের ফলাফলের দিন সাদা-নীল শাড়ি পরেছিলেন সায়নী।
এই ছবির ক্যাপশনে লিখলেন, ‘মা মাটি মানুষের ভালোবাসা। যাদবপুর লোকসভার কাছে ঋণী। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ভালোবাসা ও উৎসাহ দিয়ে গিয়েছেন, তাতে ধন্য। জয় বাংলা।’
জানা গেছে, যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সায়নীর প্রাপ্ত ভোট সাত লাখ ১৭ হাজার ৮৯৯। দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের প্রাপ্ত ভোট চার লাখ ৫৯ হাজার ৬৯৮। আর তিনে বামনেতা সৃজন ভট্টাচার্য, প্রাপ্ত ভোট দুই লাখ ৫৮ হাজার ৭১২।