মা হচ্ছেন কোয়েল মল্লিক
পূজা শুরুর আগেই ভক্তদের সুখবর দিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। শীঘ্রই ঘরে আসছে দ্বিতীয় সন্তান। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে কোয়েল মল্লিক ইনস্টাগ্রামে নিজেই সুখবর ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। ছেলে কবীর ও স্বামী নিসপালকে সঙ্গে নিয়েই একটি সুন্দর মুহূর্ত ভাগ করেছেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় ছেলে ও স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে কোয়েল লিখেছেন, 'কবীর এবার দাদা হতে চলেছে। আমাদের পরিবারে নতুন সদস্য আসছে। আপনাদের ভালোবাসা আর প্রার্থনা প্রয়োজন।' পোস্ট শেয়ার করতেই মুহূর্তে আনন্দের বন্যা। সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন তাঁদের। মল্লিক বাড়িতে বড় করে দুর্গাপুজো হয়। নানা মুহূর্তে দেখা যায় সেখানে কোয়েলকে। এ বার একেবারে অন্যমুডে অভিনেত্রী।
একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন কোয়েল। অনুরাগীরা এমন সুন্দর মুহূর্তের খবরে আনন্দে আত্মহারা বলা চলে। শুভশ্রী থেকে পরমব্রত, ঋতুপর্ণা সেনগুপ্ত, নুসরত, মিমি সকলেই শুভেচ্ছা জানিয়েছেন কোয়েলকে। প্রসঙ্গত, দিনকয়েক আগেই অভিনেতা জিৎ-এর ঘরে এসেছে পুত্রসন্তান। এ বার কোয়েলের সুখবর শুনে শুভেচ্ছা জানিয়ে জিৎ লিখেছেন, 'পরিবারের সকলকে শুভেচ্ছা।'
প্রায় সাত বছর সম্পর্কের পর ২০১৩ সালে বিয়ে করেন কোয়েল ও নিসপাল। ২০২০ সালের ৫ মে কোয়েলের কোলজুড়ে এসেছিল ফুটফুটে পুত্রসন্তান কবীর। সেই বছরই অষ্টমীর দিন ছেলের নাম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল। আর এবার দেবীপক্ষের শুরুতেই সুখবর দিলেন কোয়েল।
কয়েকদিন আগেই ‘মিতিন মাসি’ আগামী ছবির শুটিং শেষ করেছেন কোয়েল। মার্চ মাসে সেই শুটিংয়ে আহতও হয়েছিলেন কোয়েল। তবে কোয়েল এখন একেবারে সুস্থ।