আরও এক সুন্দরী প্রতিযোগিতা, অংশ নিতে পারবে বিবাহিতরা
যাত্রা শুরু করল নারীদের সৌন্দর্য বিষয়ক রিয়েলিটি শো মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ। রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে আয়োজনের লোগোও উন্মোচন করা হয়েছে।
মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও সিইও মোঃ ইকবাল হোসেন বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে নারীর সৌন্দর্য, আত্মবিশ্বাস ও বুদ্ধিবৃত্তিক উন্নয়ন হবে, যা দেশের নারীদের স্বপ্নের পথে এগিয়ে নিতে সহায়তা করবে।
আয়োজনের ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তারের কাছে আয়োজনের উদ্দ্যেশ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি নিজেও একজন ইন্টারন্যাশনাল মডেল। আমি বিশ্বাস করি সুন্দরী প্রতিযোগিতা নারীর আত্ন উন্নয়ন ও ক্ষমতায়ণের মাধ্যমে জীবনের গভীর দৃষ্টিভঙ্গির উন্নয়ন ঘটায়। আয়োজনের উদ্দেশ্য হলো নারীদের আত্ন উন্নয়নের মাধ্যমে সামাজিক প্রতিবন্ধকতা থেকে বের করে আনা।
মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ এর প্রথম সিজনে আন্তর্জাতিক বিচারকদের সঙ্গে বাংলাদেশ থেকে থাকছেন মডেল অন্তু করিম, কোরিওগ্রাফার ও নৃত্য শিল্পী ইভান শাহরিয়ার সোহাগ, মডেল ও প্রশিক্ষক বুলবুল টুম্পা, ফ্যাশন ডিজাইনার আফজার পর্সিয়া, লাক্স সুপারস্টার ও অভিনেত্রী মৌসুমী হামিদ, ফ্যাশন কোরিওগ্রাফার অ্যাডলফ খানসহ শোবিজের সুপরিচিত তারকা মুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ বিজয়ী মুকুট জয়ের সঙ্গে পাবেন নগদ অর্থসহ মূল্যবান উপহার। ১৭ নভেম্বর থেকে নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত একমাস উন্মুক্ত থাকবে প্রাথমিক বাছাই পর্বের অংশগ্রহণের রেজিষ্ট্রেশন প্রক্রিয়া। প্রতিযোগিতায় রেজিষ্ট্রেশনের মাধ্যমে বিবাহিত ও হিজাবী নারীদের ও রয়েছে অংশগ্রহণের সুযোগ।