শামীম-বৃষ্টিকে নিয়ে ইশতিয়াকের ‘ফিরে এসো অনিন্দিতা’
এলাকার বখাটে ছেলে আবীর। এলাকায় যাবতীয় অপকর্ম সংঘটিত হয় তার মাধ্যমে। অন্যদিকে ভার্সিটির পড়ুয়া মিষ্টি মেয়ে অনিন্দিতা। কাকতালীয় একবার এক ঘটনায় আবীর অনিন্দিতা মুখোমুখী হয়। তার কয়েকদিন পর আবীরের ছেলেপেলে একটা মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে আসে। খুলে দেখা যায় সেটা অনিন্দিতার। সেখান থেকে অনিন্দিতার সম্পর্কে অনেক কিছু জেনে বন্ধু করে ফেলে আবীর। এক সময় তা প্রকাশ করে। কিন্তু তারপর কী হয়?
এমন গল্প নিয়েই ‘ফিরে এসো অনিন্দিতা’ শিরোনামের নাটকটি। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি। গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ।
নাটক প্রসঙ্গে শামীম হাসান সরকার বলেন, ‘গল্প-নির্ভর কাজ করতে আমি বরাবরই পছন্দ করি। ইশতিয়াক ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ। উনার গল্প বলার ধরনটা খুব ভালো লেগেছে। গল্প, নির্মাণ সবকিছু মিলিয়ে দর্শক বেশ সাড়া দেবে বলেই ধারণা আমার।’
তানিয়া বৃষ্টি বলেন, ‘নাটকের গল্পটা ইশতিয়াক ভাইয়ের। পরিচালনাও উনার। ইশতিয়াক ভাই আর ১০ জন নির্মাতার মতো নন। হয়তো তেমন প্রশংসা করেন না আমাদের। কিন্তু উনি যে কাজটা মনোযোগ দিয়ে করেন, ইন্ট্রোভার্ট মানুষ- এটাই ভালো লাগে। নির্মাণটা দর্শকদের ভালো লাগবে।’
গল্পে আরও দেখা যাবে শেখ স্বপ্না, রাজু আহসানসহ অনেককে। লুৎফর হাসানের প্রযোজনায় নাটকটি শীঘ্রই মুক্তি পাবে গানচিল ড্রামা এন্ড সিনেমা ইউটিউব চ্যানেলে।