চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে খিজিরের পদত্যাগ
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে নভেম্বরে মাসে পদত্যাগ করেছেন নির্মাতা খিজির হায়াত খান।
ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে খিজির লিখেছেন, ‘আমার যুদ্ধ ইসলামিক মৌলবাদ, হিন্দুত্ববাদ সহ আমার দেশের ভিতর ও বাহিরের সকল শত্রুর বিরুদ্ধে। ইহা চলমান থাকিবে যতদিন নিঃশ্বাস বহিবে। সরকারি পদে থাকা মানে এই নয় যে মনের কথা এডিট করে বলতে হবে। সেই জন্য হাজারো মানুষ ২৪ শে আসিয়া আবারও প্রাণ দেয় নাই, আহত হয় নাই, আর যদি তাই নিয়ম হয় তবে সেই নিয়ম আমি মানিনা। কোন পদ পদবীর জন্য নিজেকে বদলাইতে এই বয়সে আর পারবো না, সেই সুশীল আমি হইতে চাই না। খুশির সংবাদ এই যে এই সকল কিছু বিবেচনা করিয়া ব্যাক্তিগত কারণে আজ হইতে ৩ সপ্তাহ আগেই আমি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড হইতে স্বেচ্ছায় নিজের পদ ছাড়িয়া আসিয়াছি। আমার বাক এবং ব্যক্তি স্বাধীনতা আমার কাছে সবচাইতে দামি।’
পরে সার্টিফিকেশন বোর্ড থেকে সরে যাওয়ার কারণ জানতে চাইলে এই নির্মাতা বললেন, ‘ব্যক্তিগত নানা কারণেই মূলত পদত্যাগ করেছি। সরকারি দায়িত্বে থাকলে অনেক ধরনের বাধ্যবাধকতা থাকে, সেগুলো মেনে চলাও আমার দ্বারা সম্ভব নয়। সব মিলিয়ে ভেবেছি যে পদত্যাগ করি।’
চলচ্চিত্রকর্মীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অন্তবর্তীকালীন সরকারের উদ্যোগে গঠিত হয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। ১৫ সদস্যবিশিষ্ট এই বোর্ড থেকে সরে দাঁড়ালেন খিজির। বর্তমান সদস্যদের মধ্যে রয়েছেন নির্মাতা কাজী হায়াত, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ও চলচ্চিত্র গবেষক ড. জাকির হোসেন রাজু, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রফিকুল আনোয়ার রাসেল, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, পরিবেশক, লেখক ও সংগঠক জাহিদ হোসেন, চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির ও চলচ্চিত্র পরিচালক তাসমিয়া আফরিন মৌ প্রমুখ। এই বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। এ ছাড়া সদস্যসচিব হিসেবে রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।