গ্রেপ্তার হলেন অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া

‘রকস্টার’ খ্যাত অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরিকে নিউ ইয়র্কের কুইন্সে তার প্রাক্তন প্রেমিক ও তার বন্ধুকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ৪৩ বছর বয়সী আলিয়ার উপরে অভিযোগ,  প্রাক্তন প্রেমিক এডওয়ার্ড জেকবস দোতলা বাড়িতে আগুন ধরিয়ে দেন আলিয়া আর তাতে এডওয়ার্ড জেকবস (৩৫) ও তার বান্ধবী অ্যানাস্তেসিয়া এতিয়েন (৩৩) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। অভিযোগ রয়েছে, আলিয়া ফাখরি গত ২ নভেম্বর ভোরে...