গতকাল বৃহস্পতিবার থেকে ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার গ্যালারি-৫-এ শুরু হয়েছে ‘প্রজেক্ট লন্ডন ১৯৭১’-এর আয়োজনে তিন দিনের এক আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীতে স্থান পাওয়া বেশির ভাগ ছবি ব্রিটিশ আলোকচিত্রী রজার গোয়েন ও বাংলাদেশি বংশোদ্ভূত ইউসুফ চৌধুরীর তোলা। এ ছাড়া রয়েছে বেশ কিছু সংগৃহীত ছবি। আট বছর ধরে লন্ডনে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঘুরে ঘুরে এসব ছবি সংগ্রহ করেছেন এ প্রদর্শনীর উদ্যোক্তা ও সমন্বয়কারী উজ্জ্বল দাশ। প্রদর্শনীটি চলবে ২০ আগস্ট, শনিবার পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। ছবি : শিপন আলী