ভয়াবহ বন্যায় চট্টগ্রামের মিরসরাইয়ে প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি ছিল। প্রায় সাতদিন পর পরিস্থিতি উন্নতি হলে এখন ভেসে উঠছে ক্ষতচিহ্ন। একের পর এক ভেঙে পড়েছে মাটির ঘর। কীভাবে নতুন করে মাথা গোঁজার ঠাঁই পাবে এ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই অনেকের। এই অঞ্চলে গত ৭০ বছরেও এমন পানি দেখেনি মানুষ। উপজেলা অসংখ্য মাটির ঘর ও টিনশেড ঘর ভেঙে গেছে। ক্ষয়ক্ষতি নিরূপণে মাঠপর্যায়ে কাজ করছে উপজেলা প্রসাশন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়ন থেকে ছবিগুলো তোলা হয়েছে। ছবি : ফোকাস বাংলা