গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বড়ইবাড়ী বাজার সংলগ্ন বিশাল এলাকা জুড়ে ঐতিহ্যবাহী মকশ বিলের অবস্থান। ভাদ্রের পড়ন্ত বিকেলে পশ্চিম আকাশে তেজ কমে যাওয়া সূর্যটা যখন মকশ বিলে ছড়িয়ে দেয় রক্তবর্ণ আভা, তখন সেই মনোমুগ্ধকর দৃশ্য অসংখ্য ভ্রমণপিপাসুদের আকর্ষণ করে। এ ছাড়া যাতায়াতের সুব্যবস্থা থাকায় দূর-দূরান্ত থেকে এখানে ছুটে আসছেন ভ্রমণপিপাসু মানুষ। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে মানুষের ঢল নামে বিলের পাড়ে। ছবি : ফারদিন ফেরদৌস