জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন শুরু হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সেখানে অংশ নিয়েছেন। অধিবেশনের ফাঁকে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এ ছাড়া মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বিরাজ সিং রূপন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং জাতিসংঘ মানবাধিকার সম্পর্কিত হাই কমিশনার ভলকার তুর্কসহ অন্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। ছবি : প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া