শামীম আহম্মেদ রনী পরিচালিত চলচ্চিত্র ‘শাহেনশাহ’। সেন্সর ছাড়পত্র পেয়ে ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় নায়ক শাকিব খান। তাঁর বিপরীতে অভিনয় করছেন নবাগত রোদেলা জান্নাত ও নুসরাত ফারিয়া। ছবির রোমান্টিক গানের শুটিংয়ের সময় ক্যামেরাবন্দি হন তাঁরা। ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। ছবি : শাহ সুলতান