দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বিদেশের মাটিতেও তাঁর সমান জনপ্রিয়তা। এতটা পথ হাঁটা কি তাঁর জন্য মসৃণ ছিল? কখনও পারিবারিক নিপীড়ন, কখনও পুরুষতান্ত্রিক সমাজে নিজের অস্তিত্ব—এসব নিয়ে মুখ খুলেছেন। এক কন্যাসন্তানের মায়ের লড়াইটা সহজ ছিল না। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, স্বামী জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করতেন, যা ভালো না লাগলেও তাঁকে সহ্য করতে হতো। পরে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। সফল এ অভিনেত্রী এখন নেটজনতার চর্চায়। ছবি : ফেসবুক থেকে