টিভি পর্দায় এখন বেশ নিয়মিত নিশাত প্রিয়ম। তবে শুরুটা হয়েছিল বিশ্বরঙের আয়োজনে ‘শারদ সাজে বিশ্বরঙ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে। এরপর বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ছাপিয়ে ছোট পর্দার ভক্তদের প্রিয় হয়েছেন উঠছেন প্রিয়ম। চলুন দেখে নেওয়া যাক নিশাত প্রিয়মের বেশ কিছু স্থিরচিত্র। ছবি : ইনস্টাগ্রাম থেকে