ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। এ বছরই অভিনয়জীবনের ১৮ বছর পূর্ণ করেছেন তিনি। এনটিভির জনপ্রিয় ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এ তাঁর ‘সালমা ভাবি’ চরিত্রটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। বেশ কিছু ভিন্ন ধারার চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তাঁর অভিনীত ‘হালদা’, ‘গহীন বালুচর’, ‘ছিটকিনি’ দর্শক ও সমালোচকের প্রশংসা পেয়েছে। ‘হালদা’ ছবিতে অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় রুনা। সম্প্রতি বেগুনি রঙের শাড়ি ও কালো রঙের ব্লাউজ পরে সাজ সেরেছিলেন অভিনেত্রী। ছবি তুলেছিলেন তাঁর আদুরে কন্যা রাজেশ্বরী। পোস্টও করেছেন সোশ্যালে। একনজরে দেখে নিন রুনার আদুরে ছবিগুলো। ছবি : সংগৃহীত