বাংলাদেশের মডেল ও অভিনয়শিল্পী রাইসা রিয়া। স্কুল জীবনেই নাচে হাতেখড়ি হয়েছিল তাঁর। হারুন রুশোর ‘মাটির ঘ্রাণ’ ও ‘উড়াল পঙ্খী’ নাটকের মধ্য দিয়ে ছোটপর্দায় যাত্রা শুরু। চলচ্চিত্রের জন্য নিজেকে প্রস্তুত করেছেন। জয় সরকারের নতুন চলচ্চিত্র ‘আমার হৃদয়ের কথা’য় চুক্তিও সেরেছেন। আরো বেশ কয়েকটি চলচ্চিত্র নিয়ে কথা চলছে। সম্প্রতি এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নেন তিনি। এক ঝলকে দেখে নিন এই উঠতি তারকার বিশেষ ফটোশুট। ছবি : এনটিভি অনলাইন