২০১১ সালে ‘ভুল’ ও ‘বেইলি রোড’ চলচ্চিত্রের মধ্য দিয়ে ঢালিউডে যাত্রা শুরু করেন আঁচল আঁখি। এরপর নায়ক বাপ্পী চৌধুরীর বিপরীতে অভিনয় করেন ‘জটিল প্রেম’ চলচ্চিত্রে। ছবিটি পরিচালনা করেন বাণিজ্যিক ধারার চলচ্চিত্র নির্মাতা শাহীন সুমন। ছবিটিতে অভিনয় করে সবার নজর কাড়েন তিনি। শাহ মোহাম্মদ সংগ্রাম পরিচালিত ‘কি প্রেম দেখাইলা’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি। পরবর্তীতে অনেক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দেন। এখন অবশ্য কয়েক বছর তাঁকে বড়পর্দায় দেখা যাচ্ছে না। নতুন কোনো চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ারও খবর নেই। গত ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি আয়োজন করে পারিবারিক আনন্দমেলা। সেখানে আঁচল ধরা দেন এনটিভি অনলাইনের ক্যামেরায়। দেখুন তাঁর স্থিরচিত্রগুলো।