আতিয়া আনিসা একজন বাংলাদেশী কণ্ঠশিল্পী ও মডেল। আতিয়া তার পেশাগত জীবন শুরু করেন ২০১৭ সাল গানের মাধ্যমে চ্যানেল আই সেরাকণ্ঠ। তিনি বিভিন্ন গানে অংশ নিয়েছেন এবং টেলিভিশনের কাজে অভিনয় করেছেন। মডেলিং করেই ছোট পর্দায় কাজ শুরু করেন। তারপর রুপালি পর্দায়। টেলিভিশনে গান গেয়ে ক্যারিয়ার শুরু করেন। জি বাংলা সা রে গা মা পা ২০১৮ -এ অভিনয়ের জন্য আনিশা এখন বাংলাদেশে একজন বিখ্যাত মুখ। তার ভাইরাল গান ছিল বেহায়া মন। পরান সিনেমা চলো নিরালাই গানে কণ্ঠ দেওয়ার পর লাইমলাইটে আসেন এ জনপ্রিয় কণ্ঠশিল্পী। এবার প্রথমবারের মতো ‘পায়ের ছাপ’ সিনেমার ‘এই শহরের পথে পথে’ গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এর শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার জিতেছেন আতিয়া আনিসা। ছবি : ফেসবুক থেকে নেওয়া