ভারতের ছোট পর্দার বেশ জনপ্রিয় অভিনেত্রী আনুশকা সেন। শৈশবে ফ্যান্টাসি শো ‘বলবীর’-এ মেহের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন। এরপর টেলিভিশন সিরিজ ‘ঝাঁসি কি রানি’-তে রানি লক্ষ্মী বাইয়ের ভূমিকায় অভিনয় করে পৌঁছে যান সবার ঘরে। অ্যাডভেঞ্চার ভিত্তিক রিয়েলেটি শো ‘খাঁতরো কে খিলাড়ি’র ১১তম মৌসুমের প্রতিযোগী ছিলেন তিনি। ইন্সটাগ্রামে আনুশকার অনুসারী তিন কোটি ৯৩ লাখ। সেখান থেকে দেখুন তাঁর কয়েক ঝলক স্থির চিত্র। ছবি : আনুশকা সেনের ইন্সটাগ্রাম পেজ থেকে নেওয়া