প্রথম বারের মতো কান চলচ্চিত্র উৎসবের অংশ নিয়েছে বাংলাদেশ। আঁ সার্তেইন রিগার্দ বিভাগের প্রথম সিনেমা হিসেবে ফ্রান্সের পালে দে ফেস্টিভ্যাল ভবনের সাল দুবুসি প্রেক্ষাগৃহে গতকাল বুধবার ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার প্রথম প্রদর্শনী হয়। আবদুল্লাহ মোহাম্মাদ সাদের চিত্রনাট্য ও পরিচালনায় সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। প্রদর্শনী শুরুর আগে আয়োজনের লালগালিচায় ফটোশুটে অংশ নেয় বাংলাদেশ দল। দেখুন, সেখানে বাঁধনের কয়েক ঝলক। ছবি : ইনস্টাগ্রাম থেকে