নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচন অনুষ্ঠিত হয় এফডিসিতে গতকাল শুক্রবার। এবারের নির্বাচনে ৫২ জন প্রার্থী হয়েছেন। ৪৯০ জন ভোটার। তাঁদের ভোটে আগামী দুই বছরের জন্য ২০ জন সদস্যকে নিয়ে নতুন কমিটি গঠিত হবে। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তাঁরা হলেন পরিচালক সালাহউদ্দিন লাভলু ও সৈয়দ আওলাদ হোসেন। অন্যদিকে, এস এ হক অলিক ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোট দিতে আসেন সুবর্ণা মুস্তাফা, বদরুল আনাম সৌদ, লাকী ইনাম, চয়নিকা চৌধুরী, হৃদি হক প্রমুখ। সেই সময় এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন তাঁরা। ছবি : মোহাম্মদ ইব্রাহিম