বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও নায়ক জায়েদ খানের জন্মদিন ছিল গতকাল সোমবার। এ উপলক্ষে সন্ধ্যায় এফডিসিতে চলচ্চিত্র শিল্পীদের নিয়ে কেক কাটেন জায়েদ। সে সময় তাঁকে শুভেচ্ছা জানাতে আসেন নায়িকা শাবনূর, পরী মণি, রত্না, তমা মির্জা, মৌমিতা মৌ, আঁচল, নিঝুম রুবিনা, আইরিন, তানহা তাসনিয়া, বিন্দিয়া কবির, বিপাশা কবির, রোমানা নীড়, জয়া চৌধুরী প্রমুখ। ছবি : মোহাম্মদ ইব্রাহিম