ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। ছবির নাম ‘বিশ্বসুন্দরী’। চিত্রনাট্য করেছেন রুম্মান রশীদ খান। গতকাল বুধবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ব্যালকনি হলে বিকেলে সংবাদ সম্মেলন করে চয়নিকা চৌধুরী ছবির কলাকুশলীদের নাম ঘোষণা করেন। এতে অভিনয় করবেন সুবর্ণা মুস্তাফা, নায়িকা পরী মণি, নায়ক সিয়াম, আনন্দ খালেদ, মনিরা মিঠু প্রমুখ। সে সময় এনটিভি অনলাইনের ক্যামেরায় ধরা পড়ে শিল্পীদের আনন্দঘন মুহূর্ত। ছবিটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। ছবি : সাইফুল সুমন