আগামী পয়লা বৈশাখে মুক্তি পাবে নবাগত নায়িকা ফারিন অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ধ্যাততেরিকি’। শামীম আহমেদ রনি পরিচালিত এই ছবিতে ফারিনের বিপরীতে অভিনয় করেছেন রোশান। সম্প্রতি বিএফডিসিতে ছবির গানের শুটিংয়ে কাজ করার সময় এভাবেই ফারিন ধরা পড়েন এনটিভি অনলাইনের ক্যামেরায়। ছবি : মোহাম্মদ ইব্রাহিম