সত্যিকারের পরী না হলেও তিনি ডানাকাটা ‘পরী’। হালের এই জনপ্রিয় চিত্রনায়িকা নজরকাড়া গ্ল্যামার নিয়ে ঢাকাই চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। অল্প সময়ে দর্শকদের হৃদয়ের মণিকোঠায় স্থানও করে নিয়েছেন। তিনি নায়িকা পরী মণি। ২৪ অক্টোবর ছিল তাঁর জন্মদিন। জন্মদিনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় নায়ক রিয়াজ ও ফেরদৌস। ছবি : শামছুল হক রিপন