হালে ছোটপর্দার অভিনেত্রীদের মধ্যে আলোচিত তাসনিয়া ফারিন। গেল ভালোবাসা দিবসে তাঁর ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে অনবদ্য অভিনয় ও নূর হোসেন হীরার পরিচালনায় ‘বাংলা আমার মা’ গানের মিউজিক ভিডিও বেশ প্রশংসিত হয়েছে। সাবলীল অভিনয়ের জন্য ফারিনকে নিয়ে কাজ করার আগ্রহ বেড়েছে নির্মাতাদের। ফারিনের ভাষ্যমতে, প্রায় প্রতিদিনই নতুন নাটক, মিউজিক ভিডিওতে কাজের প্রস্তাব পাচ্ছেন। তবে ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে চান তিনি। সম্প্রতি এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নেন মিষ্টি হাসির ফারিন। ছবি : শামছুল হক রিপন