এ প্রজন্মের কণ্ঠশিল্পীদের মধ্যে অন্যতম জনপ্রিয় সোমনুর মনির কোনাল। বিশেষ করে তাঁর কণ্ঠের জাদুতে মুগ্ধ তরুণকুল। ২০০৯ সালে চ্যানেল আই ‘সেরা কণ্ঠ’ রিয়েলিটি শো জিতেছিলেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি। কোনালের মৌলিক গানের সংখ্যাও অনেক। সম্প্রতি এক রৌদ্রোজ্জ্বল দুপুরে এই সংগীততারকা এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নিয়েছিলেন। সিঁদুরে লাল গাউন আর তার ওপর জড়িয়েছিলেন প্রিন্টের লং কোটি। গলায় ছিল বর্ণিল জড়োয়া। ছবি : শামছুল হক রিপন