এক যুগ আগে সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বিদ্যা সিনহা মিম। মাথায় ওঠেছিল লাক্স সুন্দরীর মুকুট। সেই সুবাদে সুযোগ হয় জনপ্রিয় কথাসাহিত্যিক, চলচ্চিত্রনির্মাতা হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ ছবিতে অভিনয়ের। পান পুরস্কারও। সেই শুরু। আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি। টেলিভিশন খুললেই মিম। বিজ্ঞাপনচিত্রের কল্যাণে ঘরে ঘরে পরিচিত মুখ। একাধারে মডেল, অভিনেত্রী ও লেখক। রূপে-গুণে অনন্যা বিদ্যা সিনহা মিম দুই বাংলার চলচ্চিত্রে কাজ করছেন। আগামীকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বড়পর্দায় উঠছে এই তারকার নতুন ছবি ‘সাপলুডু’। ছবিতে তাঁর নায়ক হালের আরেক সেনসেশন আরিফিন শুভ। ছবি : শামছুল হক রিপন