প্রকৃতিতে যখন শরৎকাল আসে তখন কাশফুলই জানিয়ে দেয় শরতের আগমনী বার্তা। শরতের বিকালে নীল আকাশের নিচে দোলা খায় শুভ্র কাশফুল। প্রকৃতির পালা বদলের খেলা এখন চলছে শরতের মাঝামাঝি সময়। সম্প্রতি কাশফুলের ভেলায় মিমের স্নিগ্ধ হাসি ক্যামেরা বন্দি হয়। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মুকুট উঠেছিল বিদ্যা সিনহা মিমের মাথায়। হুমায়ূন আহমেদের হাত ধরে ‘আমার আছে জল’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। বিজ্ঞাপনের পাশাপাশি চলচ্চিত্রেও ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এ ছাড়া বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার বেশ কয়েকটি ছবিতেও কাজ করেছেন। ছবি : সংগৃহীত