নাবিলা ইসলাম। ওয়াহিদ তারেকের পরিচালনায় টেলিছবি ‘লিটল অ্যাঞ্জেল আই অ্যাম’ দিয়ে কাজ শুরু করেন। বর্তমানে নাটক, বিজ্ঞাপন ও টেলিছবিতে কাজ করছেন। অভিনয় ছাড়া তিনি উপস্থাপনা ও আবৃত্তি করতে ভালোবাসেন। তবে ভালো অভিনেত্রীই হতে চান নাবিলা। সম্প্রতি এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নেন এই সুন্দরী। নীল ডেনিম ও গেঞ্জির ওপর কালো জ্যাকেট জড়িয়েছিলেন নাবিলা। চোখে ছিল কালো চশমা। ছবি : শামসুল হক রিপন