বৃষ্টিস্নাত রাতে আজ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের শুভ পরিণয় হচ্ছে। সাবিলার পাত্র দীর্ঘদিনের প্রেমিক নেহাল সুনন্দ তাহের। রাজধানীর একটি অভিজাত ক্লাবে বিয়ের আয়োজন করা হয়েছে। টানা তিন বছর চুটিয়ে প্রেমের পর নেহালের ঘরনি হচ্ছেন সাবিলা। লাল টুকুটুকে শাড়ি আর দামি গহনায় বধূ সাজে অপরূপ লাগছে সাবিলাকে। ছবি : শামছুল হক রিপন