বাংলা চলচ্চিত্রের লাস্যময়ী নায়িকা পরী মণি। ঢাকাই সিনেমার অন্য নায়িকারাও চিত্রনায়িকা পরী মণিকে এ সময়ের সবচেয়ে সুন্দরী নায়িকা বলে প্রশংসা করেন। দুই বছর ধরে কোনো চলচ্চিত্রে দেখা যায়নি ঢালিউড সেনসেশন পরী মণিকে। রূপের সঙ্গে এবার ছবির নামও মিলে গেছে। তিনি এবার বড়পর্দায় ফিরছেন ‘বিশ্বসুন্দরী’ হয়ে। মানসম্পন্ন গল্প না পাওয়ায় এত দিন কাজের বাইরে ছিলেন বলে জানিয়েছেন এই নায়িকা। ছবি : শামছুল হক রিপন