ঢাকাই চলচ্চিত্রে নবাগত রোদেলা জান্নাত। আর কিছুদিন পরই মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘শাহেনশাহ’। শামীম আহমেদ রনি পরিচালিত এ ছবিতে সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডে হতে চলেছে রোদেলার অভিষেক। অবশ্য ছবির আরেক নায়িকা নুসরাত ফারিয়া। এক নায়ক, দুই নায়িকার গল্প। ছবিটি মুক্তি পাবে আগামী ৪ অক্টোবর। সম্প্রতি এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নিয়েছিলেন তিনি। কালো শর্টসের ওপর হলুদ টপ আর কালো প্যান্টে সেজেছিলেন রোদেলা। চোখে ছিল রোদচশমা। ছবি : শামছুল হক রিপন