দেশীয় মডেলিংয়ে পরিচিত নাম সুনেরাহ বিনতে কামাল। র্যাম্প থেকে ২০১১ সালে মডেলিংয়ে যাত্রা। এরপর কয়েকটি বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন। শিগগিরই সুনেরাহর দেখা মিলবে বড়পর্দায়। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত ও সার্ফিং নিয়ে নির্মিত দেশের প্রথম চলচ্চিত্র ‘ন ডরাই’। এবার অভিনয় করতে যাচ্ছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। এটি পরিচালনা করবেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূন। সুনেরাহর শুরুটা নাচ শেখার মধ্য দিয়ে। মাত্র আড়াই বছর বয়সে বুলবুল ললিতকলা একাডেমিতে (বাফা) নাচের হাতেখড়ি। স্কুলে থাকতে থিয়েটারেও কাজ করেছেন। পাশাপাশি খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ছবি : শামছুল হক রিপন