বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অবন্তী বিশ্বাস অপু। অবশ্য এ নামে খুব অল্প মানুষই চেনেন তাঁকে। সবাই তাঁকে চেনেন অপু বিশ্বাস নামেই। ২০০৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন তিনি। তবে ব্যাপক পরিচিতি পান এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে অভিনয় করে। এতে তিনি জুটি বাঁধেন শাকিব খানের সঙ্গে। পর্দায় তাঁদের রসায়ন দর্শক এতটাই পছন্দ করেছিল যে, এই জুটি সত্তরটিরও বেশি চলচ্চিত্র জুটি বাঁধেন। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। এতে তিনি জুটি বেঁধেছেন নায়ক বাপ্পীর সঙ্গে। ছবি : সাইফুল সুমন