ছোটপর্দার জনপ্রিয় মুখ আশনা হাবিব ভাবনা। তাঁর অভিনীত ‘বুবুন যাবে শশুর বাড়ি, সঙ্গে যাবে কে’, ‘বুবুনের বাসর রাত’, ‘বুবুনের হানিমুন’, ‘বুবুনের সংসার’ দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এ ছাড়া বহু নাটকে অভিনয় করেছেন ভাবনা। তাঁর সাবলীল অভিনয় ভক্ত তো বটেই, সমালোচকদেরও প্রশংসা পেয়েছে। ‘ভয়ংকর সুন্দর’ ছবিতে ওপার বাংলার পরমব্রতের বিপরীতে ভাবনার নজরকাড়া অভিনয় দীর্ঘদিন মনে থাকবে সবার। লেখক হিসেবেও ভাবনার যশ রয়েছে। এর আগে ‘গুলনেহার’ ও ‘তারা’ নামে তাঁর দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে। চলমান বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর তৃতীয় উপন্যাস ‘গোলাপী জমিন’। ইনস্টাগ্রামে আট লাখ ৩৭ হাজার অনুসরণকারী ভাবনার। একঝলকে দেখে নিন তাঁর দারুণ কয়েকটি স্থিরচিত্র।