তৃণা সাহা ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। খোকাবাবুতে তরি চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি অনেক বাংলা সিনেমা এবং টিভি সোপ অপেরায় অভিনয় করেছেন। অনেক মিউজিক ভিডিওতে পারফর্ম করেছেন এই অভিনেত্রী। তৃণা সাহা অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে- বেশ করেছি প্রেম করেছি, শুধু তোমরাই জন্য, পাসওয়ার্ড ও ডিটেক্টিভ। সেরা জুটির জন্য পশ্চিমবঙ্গ টেলি একাডেমি পুরস্কার বিজয়ী হন তিনি। তার সর্বশেষ ওয়েব সিরিজ ‘পিলকুঞ্জ’ চলতি মাসেই মুক্তি পেতে চলেছে। ছবি : তৃণা সাহার ফেসবুক পেজ থেকে নেওয়া।