সারা দেশে সনাতন ধর্মাবলম্বীরা পূজামণ্ডপগুলোতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পূজা-অর্চনার মাধ্যমে উদযাপন করছে শারদীয় দুর্গাপূজা। পূজা উদযাপন করছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমও। সামাজিক পাতায় তিনি জানিয়েছেন, এবারের পুজো তাঁর জন্য এক অন্যরকম অনুভূতি। শাখা, সিঁদুর, আলতা পরা হাতে প্রথম বার বরণ করেছেন দেবী দুর্গাকে! শরতের কাশফুল আর নিজের নতুন সাজ সবকিছুতেই কেমন যেন একটা স্নিগ্ধতা! সেই স্নিগ্ধ রূপ মিম ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন অন্তর্জালে। সেখান থেকে দেখুন দারুণ কিছু স্থিরচিত্র। ছবি : ইনস্টাগ্রাম থেকে