২০১৮ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে আলোচনায় আসেন মডেল ও অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়া। এরপর বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করে সবার নজর কাড়েন নীল চোখের এই সুন্দরী। এরই মধ্যে সিনেমায়ও নাম লিখিয়েছেন তিনি। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্ন দেখা রাজকন্যা’ ছবির নায়িকা হয়ে প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করছেন। এ ছবিতে তাঁর নায়ক এ কে আজাদ। ছবিটি নির্মাণাধীন। সম্প্রতি এনটিভি অনলাইনের ফটশুটে অংশ নেন এই সুন্দরী। একনজরে দেখে নেওয়া যাক সালওয়ার দারুণ কিছু স্থিরচিত্র। ছবি : শামছুল হক রিপন