ছোট-পর্দার পরিচিত মুখ তরুণ অভিনেত্রী লামিমা লাম। ২০১৭ সালে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে মিডিয়া পথচলা শুরু করেছিল। এরপর নাটক, বিজ্ঞাপন চিত্রে। বিশেষ করে দারাজ শপ এবং বাংলালিংকের বিজ্ঞাপনে কাজ করে বেশ প্রশংসিত হয়েছিলেন লামিয়া। মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় এসেছেন তিনি। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে তাঁর নান্দনিক অভিনয়ের মধ্য দিয়ে অল্প সময়েই দর্শক মহলে পরিচিত পেয়েছেন তরুণ প্রতিভাবান এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে বেশ সরব লামিয়া লাম। সেখান থেকে দেখুন তাঁর কয়েক ঝলক স্থির চিত্র। ছবি : লামিয়ার ফেসবুক পেজ থেকে নেওয়া