এনটিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘চিরকুমার’। ধারাবাহিকটিতে হাজির হচ্ছেন অভিনেত্রী মাইমুনা মম। এই নাটকের গল্পে নতুন রহস্য নিয়ে হাজির হচ্ছেন মম। মূলত চিকু ভাগ্যবান কেন কী কারণে চিরকুমার হয়েছেন তার ব্যাক স্টোরি ওপেন করবেন এই নারী চরিত্রটি। যার নাম শামীমা। সপ্তাহের প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার হচ্ছে। দেখুন ছবিতে। ছবি : এনটিভি অনলাইন