দীর্ঘ ১৪ বছর পর ‘চিরকুমার সংঘ’ নাটকের গল্পের রেশ ধরে তৈরি হচ্ছে এনটিভির ধারাবাহিক নাটক ‘চিরকুমার’। এবার সংঘের প্রধান মারজুক রাসেল। আরও আছেন সালাহউদ্দিন লাভলু, আরশ খান, ফারিয়া শাহরিন, বাপ্পি আশরাফ, শরাফ আহমেদ জীবন, নাইমা আলম মাহা, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদার, পাভেল প্রমুখ। গোলাম রাব্বানীর গল্প ও তুহিন হোসেনের পরিচালনায় ২ নভেম্বর থেকে প্রতি সপ্তাহে চারদিন এটি এনটিভিতে প্রচার হবে। ছবি : সংগৃহীত