এবারের ৯২তম একাডেমি অ্যাওয়ার্ডস মাতিয়েছেন ‘দিস ইজ আস’ তারকা, মার্কিন গায়িকা ও অভিনেত্রী ক্রিসি মেতজ। ৩৯ বছর বয়সী এ তারকা এ দিন পরেছিলেন ক্রিস্টিয়ান সিরিয়ানোর অফ-শোল্ডার গাউন। লালগালিচায় যখন হাঁটছিলেন, তাঁর গাঢ় লাল পোশাক নজর কেড়েছিল সবার। ঠোঁটও রাঙা ছিল লাল লিপস্টিকে। অনেকের মতে, ওই রাতের অন্যতম সেরা পোশাক ছিল সেটি। ক্রিসির কানে দুলছিল হীরার দুল, আঙুলেও ছিল হীরার আংটি। এক কথায়, দারুণ দেখাচ্ছিল ক্রিসিকে। মঞ্চে উঠে ক্রিসি গেয়েছিলেন অস্কারে মনোনয়ন পাওয়া গান ‘অ্যাই অ্যাম স্ট্যান্ডিং উইথ ইউ’। একঝলকে দেখে নিন এ তারকার দারুণ কিছু স্থিরচিত্র।