বলিউডের এই প্রজন্মের নায়িকাদের মধ্যে অন্যতম পরিচিত মুখ সারা আলি খান। যিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করেন। কেদারনাথ ও সিম্বা সিনেমা দিয়ে বলিউড যাত্রা শুরু সারা আলি খানের। বলিউড অভিনেতা সাইফ আলি খান এবং অমৃতা সিংয়ের কন্যা। বিদেশে গিয়ে পড়াশোনা করেছেন সারা। তবে ছোট থেকেই অভিনেত্রী হওয়ার সখ ছিল তাঁর। অভিনেত্রীকে আগামীতে এ মেরে ওয়াতান সিনেমাতে দেখা যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। ছবি : ইন্সটাগ্রাম থেকে নেওয়া