‘ডানা কাটা পরী’ শিরোনামের একটি গানে কোমর দুলিয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি। সময়টা ২০১৬ সাল। সেই পরী চার বছর পর যেন ডানা ছাড়াই উড়ছেন। একের পর এক গল্পনির্ভর শুটিং শেষ করছেন। সবশেষ ‘মুখোশ’ সিনেমার শুটিং করেছেন। গতকাল ‘মুখোশ’ সিনেমার নেপথ্যের দৃশ্য ফেসবুকে শেয়ার করে পরী ক্যাপশন দেন, ‘এই আমি এত্ত কিউট কেন, উফ।’ সঙ্গে জুড়ে দেন দুটি ইমোজি। ১৭ মার্চ মুক্তি পাচ্ছে পরীর ‘স্ফুলিঙ্গ’ সিনেমা। তার আগে এক ঝলকে দেখে নিন পরীর ‘মুখোশ’ সিনেমার কিছু স্থিরচিত্র। ছবি : ফেসবুক থেকে