এনটিভিতে ১ নভেম্বর থেকে প্রচার শুরু হয়েছে ধারাবাহিক নাটক ‘চিরকুমার’। দর্শক বেশ ভালোভাবে গ্রহণ করেছে হাস্যরসাত্মক এ ধারাবাহিক। গোলাম রাব্বানীর রচনায় নাটকটি নির্মাণ করছেন তুহিন হোসেন। নাটকটিতে সালাহউদ্দিন লাভলু, মারজুক রাসেল ও শরাফ আহমেদ জীবনকে তিনটি ভিন্ন লুকে দেখা যাচ্ছে। কেন্দ্রীয় ভূমিকায় আছেন অভিনেত্রী নাইমা আলম মাহা। এতে তাঁর চরিত্রের নাম কারিশমা। চলুন, দেখে নেওয়া যাক মাহার কয়েকটি আলোকচিত্র। ছবি : সংগৃহীত