নতুন সুন্দরী পেল ভারত। কর্ণাটকের সিনি শেঠির মাথায় উঠল ফেমিনা মিস ইন্ডিয়ার মুকুট। প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন রাজ্য থেকে ৩১ জন প্রতিযোগীকে বেছে নেওয়া হয়েছিল। সবাইকে পেছনে ফেলে সেরার শিরোপা জিতে নিয়েছেন ২১ বছরের সিনি শেঠি। সামাজিক পাতায় সিনির ফলোয়ার হু হু বাড়ছে। সেখান থেকে দেখুন সিনির কয়েকটি মুহূর্ত। ছবি : সংগৃহীত