ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা পর্যন্ত উদ্বোধন করেছেন। এদিন দুপুর পৌনে ২টায় ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যান্যের সঙ্গে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ফেরদৌস অভিনীত প্রথম চলচ্চিত্র নায়ক সালমান শাহর অসমাপ্ত কাজ ‘বুকের ভিতর আগুন’। ফেরদৌসের মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায় ‘পৃথিবী আমারে চায় না’। ছবি : ফেরদৌস আহমেদ-এর ইন্সটাগ্রাম পেজ থেকে নেওয়া