আলোচনা, গুঞ্জন, উৎকণ্ঠা, অবশেষে উৎসব—তাঁদের সম্পর্ক ঘিরে অনেকদিন ধরেই মিডিয়াপাড়া সরগরম ছিল। বাংলাদেশের জনপ্রিয় মডেল, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে ভারতের খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জির বিয়ে হয়েছে গত বছরের ডিসেম্বরে। বিয়ের পর দুর্দান্ত সময় কাটাচ্ছেন নবদম্পতি। অবশেষে কলকাতার বুকে বসল চাঁদের হাট। গেল শনিবার সন্ধ্যায় কলকাতায় হয়ে গেল সৃজিত ও মিথিলার জমকালো রিসেপশন পার্টি। স্বাভাবিকভাবেই পার্টিতে উপস্থিত ছিলেন টলিপাড়ার তারকারা। এদিন মিথিলা লাল শাড়ি পরেছিলেন আটপৌরে কায়দায়। আর সৃজিত প্রিন্টেড পাঞ্জাবির সঙ্গে লাল রঙের ধুতি পরেছিলেন। রিসেপশনে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গার্গী, অনির্বাণ ভট্টাচার্য, সৌরসেনী, মাধবী মুখোপাধ্যায়, অনুপম রায়, রূপম ইসলাম, রুদ্রুনীল ঘোষ, অপর্ণা সেন, রাজ চক্রবর্তী, ইন্দ্রনীলসহ অনেকে। দারুণ স্থিরচিত্রগুলো ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন মিথিলা নিজেই। ছবি : ফেসবুক